ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনী যুদ্ধে অন্তর্বাস বিতর্ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2019


Thumbnail

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারণায় অন্তর্বাস নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির (সপা) নেতা আজম খান বিজেপি নেত্রী জয়াপ্রদার অন্তর্বাস নিয়ে মন্তব্য করেন। আজম খান বলেন, `তার পরনের অন্তর্বাসের রংও খাকি`। এরপরই তোলপাড় শুরু হয়ে যায়।

কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ আজম খানকে তিরস্কার করেছেন। তিনি সপা প্রধান মুলায়ম সিং যাদবের উদ্দেশে টুইট করে এই ঘটনাকে মহাভারতের বস্ত্রহরণ পর্বের সঙ্গে তুলনা করেন। 

স্বয়ং জয়া প্রদাও এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র এবং নারীদের সম্মান রক্ষার খাতিরে এই মনোভাবের মানুষকে ভোটে লড়ার অধিকার দেওয়া উচিত নয়। আজম খানের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি মরে গেলে কি আপনি শান্তি পাবেন! আপনি কী ভাবছেন? আমি ভয় পেয়ে রামপুর ছেড়ে চলে যাব? ভুল ভাবছেন।’

আত্মপক্ষ সমর্থন করে আজম খান বলছেন, আমি কারও নাম উল্লেখ করে কোনো মন্তব্য করিনি। আমি জানি কি বলতে হবে। যদি কেউ প্রমাণ করতে পারে কারও নাম নিয়েছি তাহলে আমি নির্বাচনে লড়ব না।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭