ইনসাইড বাংলাদেশ

বিশ্বের ৫ নীতিমান নেতার একজন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2019


Thumbnail

বিশ্বের সেরা ৫ নীতিবান নেতার একজন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  নাইজেরিয়ার শীর্ষ সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ গতকাল মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিশ্বের সেরা ৫ নীতিবান নেতার তালিকায় শেখ হাসিনাকে রাখা হয়েছে। প্রতিবেদনে শেখ হাসিনার সম্পর্কে বলা হয়েছে যে, তিনি মাত্র ৮০০ মার্কিন ডলারের মতো মাসিক বেতন পান। খুবই সাধারণ জীবন যাপন করেন।

ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ নারী’র তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৫৯তম অবস্থানে আছেন, তাও উল্লেখ করা হয়েছে দ্য ডেইলি লিডারশিপ এর প্রতিবেদনে। তারা আরও বলছে যে, শেখ হাসিনার সবচেয়ে অসামান্য দুটি অর্জন রয়েছে। একটি হলো তার নেতৃত্বের ভূমিকা এবং অন্যটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধীদের বিচার কার্যকর করা।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭