ইনসাইড বাংলাদেশ

কেন হাসেন ব্যাখ্যা দিলেন শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/04/2019


Thumbnail

নয় মাস আগে গণমাধ্যমের সামনে শেষ হেসেছিলেন শাজাহান খান। গত বছর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তৎকালীন মন্ত্রী শাজাহান খানের সেই হাসি ক্ষোভের আগুন জ্বালিয়েছিল। এবার সেই হাসির ব্যাখ্যা দিলেন সাবেক নৌ মন্ত্রী।

আজ এক সভায় তিনি সেই হাসির ব্যাখ্যা দেন মন্ত্রিত্ব হারানো শাজাহান। তিনি বলেন, ‘আজকে আমি ওই দিনের হাসির ব্যাখ্যাটা দিতে চাই। আসলে ওই দিন আমি সাংবাদিকদের জন্য হেসেছিলাম।’

তিনি আরো উল্লেখ করেন,‘‘৬৮ বছর পর মোংলা বন্দরের জট ছুটতে যাচ্ছে- এই কথা বলার সময় হঠাৎ করে একজন সাংবাদিক আমাদের প্রশ্ন করলেন ‘আপনার আস্কারায় আজকে সড়কে দুই শিক্ষার্থীর প্রাণ গেছে।’’

‘আমার নাকি আস্কারা? এই কথায় আমি একটু হেসেছিলাম। তাছাড়া আমি একটু বেশি হাসি দেই। তবে এই হাসির জন্য উস্কানি দিয়েছে সাংবাদিকরা। আমি এই কথার প্রেক্ষিতে আর পারতাম রেগে যেতে। সেটাও বা কতটা শোভনীয় হতো?’

তবে হাসি নিয়ে তিনি এও জানান, ‘আর ব্যক্তিগতভাবে আমার দোষগুণ একটা থাকতেই পারে যে আমি সবসময় হাস্যোজ্জ্বল থাকি।’



বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭