ইনসাইড গ্রাউন্ড

কিছুক্ষণ পর বিশ্বকাপ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2019


Thumbnail

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে কারা খেলবেন তা জানা যাবে কিছুক্ষণ পর। আজ দুপুরে মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ দলের জনের বদলে আপাতত ১৭ জনের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা মানেই চমক ও বিতর্ক। ১৯৯৯ সালে মিনহাজুল আবেদীন নান্নু, ২০০৩ সালে আকরাম খান, ২০০৭ সালে খালেদ মাসুদ, ২০১১ সালে মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটাররা ঠাঁই পাননি বিশ্বকাপের স্কোয়াডে।

তবে আজই চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হবে না। ২৩ এপ্রিলের মধ্যে স্কোয়াড ঘোষণার বাধ্যবাধকতা রেখেছে আইসিসির। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহ আগ পর্যন্ত ক্রিকেটার বদল করার সুযোগ থাকবে। এজন্য সামনে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপকে সামনে রেখে অন্তত ১৭ জনের নাম ঘোষণা করবে বিসিবি। পরে আয়ারল্যান্ড সফরের পারফরম্যান্স দেখে অন্য দুজনকে বাদ দিয়ে চূড়ান্ড হবে বিশ্বকাপ স্কোয়াড।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭