ইনসাইড গ্রাউন্ড

কারা থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2019


Thumbnail

বিশ্বকাপ স্কোয়াড নিয়ে গত কয়েকদিন ধরে মিরপুরের ক্রিকেট পাড়ায় চলছে অনেক জল্পনা-কল্পনা। আর কিছুক্ষণ পর বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা মাধ্যমে সমাপ্তি ঘটবে সকল জল্পনা-কল্পনার। 

গত ২৬ মার্চ এক রকম বিশ্বকাপ স্কোয়াডের ঘোষণা দিয়েই দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর আরো দুই-তিনবার দল নিয়ে সম্ভাব্য দল নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। শেষবার বলেছেন গত পহেলা বৈশাখের এক অনুষ্ঠানে। প্রতিবারই তাঁর কথায় উঠে আসা ১৩ থেকে ১৪ জনের নাম সকলের জানা।

তামিম, লিটন, সৌম্য, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, সাব্বির, মোসাদ্দেক, মিরাজ, মাশরাফি, সাইফউদ্দীন, মুস্তাফিজ ও রুবেলের থাকা একরকম নিশ্চিত। এতদিন পেসার তাসকিন আহমেদের নাম শোনা গেলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে অফস্পিনার নাঈম হাসানের নামও। আবার ইংলিশ কন্ডিশনের কথা বিবেচনা করে স্কোয়াডে পাঁচ পেসার রাখার কথা চিন্তা করছে নির্বাচকরা। সেক্ষেত্রে নাঈম হাসানের চেয়ে এগিয়ে আছেন আবু জায়েদ রাহী।

তবে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদের বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম।

সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড:

মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী/নাঈম হাসান।

আয়ারল্যান্ড সফরে সম্ভাব্য বাড়তি দুজন: ইয়াসির আলী রাব্বি, নাঈম হাসান/আবু জায়েদ রাহী।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭