ইনসাইড গ্রাউন্ড

আয়াক্সের সামনে ইতিহাসের হাতছানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2019


Thumbnail

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে ডাচ ক্লাব আয়াক্সকে আতিথ্য দেবে জুভেন্টাস। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথম লেগ। ফলে এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে শেষ চারে খেলবে কারা।

সবশেষ ১৯৯৫ সালে ইউরোপিয়ান এই আসরের শিরোপা জিতে ছিলো আয়াক্স। কিন্তু গত ২২ বছরে শেষ চারে জায়গা করতে পারেনি তারা। এ ম্যাচ জিতলে নতুন ইতিহাস তৈরি হবে ডাচক্লাবটির জন্য। সেই স্বপ্ন নিয়েই জুভেন্টাসের মাঠে নামতে যাচ্ছে তারা। অনুপ্রেরণা যোগাচ্ছে রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগ। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলছে তারা।

তবে জুভাদের অনুপ্রেরণার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম লেগে গোল করে নিজের অবস্থান বুঝিয়েছেন তিনি। তবে মৌসুমের শুরুতে যতটা স্বচ্ছন্দে ছিলো জুভেন্টাস, শেষভাগে অবশ্য সেটা দেখা যাচ্ছে না। ইতালিয়ান সিরি ‘আ’তে শেষ পাঁচ ম্যাচে দুটি ছোট দলের কাছে হেরেছে তারা। কিন্তু এ ম্যাচে নতুন উদ্যমে ফুটবলারদের মাঠে নামতে বলেছেন জুভাদের কোচ।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭