ওয়ার্ল্ড ইনসাইড

নটর ডেম গির্জা পুনর্নির্মাণের ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2019


Thumbnail

ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্যারিসের নটর ডেম গির্জা পুনর্নিমাণের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ৮৫০ বছরের পুরনো এই গির্জাটির মূল কাঠামো অবিকৃত রেখে নতুন করে নির্মাণের কথা জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় সোমবার বিকালে নটরডেম গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ৯ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় প্যারিসের দমকল বাহিনী। এতে এক দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে মূল ভবনের ছাদ ধসে পড়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, সংস্কারকাজ করার সময় কোনোভাবে গির্জায় আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনি ভাষণ স্থগিত করেন বলে এলিজে প্রসাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

সারাবিশ্বের পর্যটকরা প্যারিস ভ্রমণের সময় যে ক’টি স্থাপনার দিকে বিশেষ নজর রাখেন, নটর ডেম ক্যাথেড্রাল তার মধ্যে একটি। খ্রিস্টীয় একাদশ শতকে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ। প্রায় একশ বছর লেগেছিল এই কাজ শেষ করতে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭