ইনসাইড গ্রাউন্ড

ইমরুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় নান্নু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2019


Thumbnail

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে ইমরুল কায়েস থাকবেন না সেটা ধারণা জানানো হয়েছিলো। এরপর অভিজ্ঞতার বিবেচনায় বাঁহাতি এই ওপেনারকে রাখা হতে পারে দলে। মঙ্গলবার ঘোষিত করা দলে রাখা হয়নি তাকে। এর ব্যাখ্যা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে, প্রধান নির্বাচক বলেন এক্ষেত্রে টিম ম্যানেজম্যান্টের কথার গুরুত্ব দেওয়া হয়েছে। মিনহাজুল আবেদীন বলেন, ‘ওপেনিং ডান-বামহাতির কম্বিনেশন চেয়েছে টিম ম্যানেজম্যান্ট। সেই কথা বিবেচনা করে তামিম ও সৌম্যের সঙ্গে লিটনকে নেওয়া হয়েছে। এ জন্য বাদ পড়েছে ইমরুল।’

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপে দলে আছেন তামিম, লিটন, সৌম্য, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মিথুন, সাব্বির, মোসাদ্দেক, মেহেদী মিরাজ, মাশরাফি, সাইফউদ্দীন, মুস্তাফিজ, রুবেল ও আবু জায়েদ রাহী। ২০১৫ বিশ্বকাপ খেলা পেসার তাসকিন আহমেদও বাদ পড়েছেন।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭