ইনসাইড সাইন্স

অপো ফোনের সিরিজে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/04/2019


Thumbnail

অপোর জনপ্রিয় ‘আর’ সিরিজ বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ব্রিয়ান শেন। এই সিরিজের বদলে এখন থেকে তারা শুধু ফাইন্ড এক্স ও রেনো সিরিজের ফোন আনবে।

এইমাসের ১০ তারিখ অপো রেনো ও অপ্পো রেনো ১০ এক্স জুম নামের দুটি ফোন বাজারে আসে।  রেনো সিরিজের এই ফোন দুটিতে রয়েছে পপ আপ সেলফি ক্যামেরা। ক্যামেরার ডিজাইনটি দেখতে হাঙ্গরের পাখনার মতো হওয়ায়  অপো এর নাম দিয়েছে ‘শার্ক ফিন’।

এদিকে গত বছরে বাজারে আসা অপো ফাইন্ড এক্সের ডিজাইনেও নতুনত্ব আনা হচ্ছে। তবে শুধু ফোনের ডিজাইন বা নাম দিয়েই নয়, স্মার্টফোনের প্রচারণায়ও পরিবর্তন আনছে তারা। আর চীনের বাইরের বাজার ধরতে তারা যুক্তরাজ্যেও তাদের স্টোর খুলছে। ইতোমধ্যে অপোর লোগোটাও বদলানো হয়েছে। সামাজিক মাধ্যম টুইটারে নতুন লোগো দেখা যাচ্ছে।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭