ইনসাইড ক্যারিয়ার

৩৭তম বিসিএসে অপেক্ষমানদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 17/04/2019


Thumbnail

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম পরীক্ষায় উত্তীর্ণ নন ক্যাডার থেকে প্রায় সবাইকে নিয়োগ দেয়া হবে। শূন্য পদের পর্যাপ্ত চাহিদা পাওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

বিপিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানিয়েছেন, এ পর্যন্ত পিএসসি যে পরিমাণ শূন্য পদের তালিকা পেয়েছে, তাতে নন-ক্যাডার থেকে প্রায় সবাই নিয়োগ দেয়া যাবে।

উল্লেখ্য, ৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে নন ক্যাডারে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

এর আগে গত ১৩ মার্চ ৩৭তম বিসিএসের নন-ক্যাডার থেকে প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করে পিএসসি। ওই সুপারিশে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এখন প্রথম শ্রেণির আরেকটি তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে পিএসসি। এরপর দ্বিতীয় শ্রেণির তালিকা প্রকাশ করা হবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭