ইনসাইড পলিটিক্স

প্যারোল নিয়ে খালেদার সঙ্গে কথা বলবেন তাঁর পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2019


Thumbnail

বেগম খালেদা জিয়াকে প্যারোলে নিতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগামীকাল তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছে পরিবার।

উল্লেখ্য, যে গত পয়লা বৈশাখ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির তিন নেতা বেগম জিয়ার সঙ্গে দেখা করেছিলেন। সেখানে তিন নেতাই প্যারোলের বিরোধিতা করেছিলেন। তারা বুঝিয়েছিলেন যে, আইনী প্রক্রিয়ায়ই বেগম জিয়ার মুক্তি সম্ভব। কিন্তু বেগম জিয়ার পরিবার তাঁদের এই মতামতকে গ্রহণ করেনি। তারা বলছে যে, বিএনপির কিছু নেতা খালেদা জিয়াকে আটকে রেখে ফায়দা হাসিল করতে চাইছে। সেই প্রেক্ষিতে তারা বিএনপিকে বাদ দিয়ে সরকারের সঙ্গে গোপন যোগাযোগ করছে এবং প্যারোলের শর্তগুলো চূড়ান্ত করছে। কি কি শর্তে বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পাবেন সে বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল তারা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে চান। অবশ্য এই সাক্ষাতের এখনও পর্যন্ত অনুমতি দেয়নি সরকার। মন্ত্রণালয়ের অনুমতি পেলেই তারা দেখা করবেন।

বেগম জিয়ার পরিবারের ঘনিষ্ঠরা বলছেন, যে প্রক্রিয়ায় বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাইছেন সে প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি প্রায় অসম্ভব। এজন্যই তারা সরকারি শর্তে প্যারোল নিয়ে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে চাইছেন।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭