ইনসাইড পলিটিক্স

খালেদার মামলায় সহায়তায় ড. কামালের অপারগতা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2019


Thumbnail

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অনিষ্পন্ন মামলাগুলোর সহায়তাকারী আইনজীবি হিসেবে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের সহায়তা কামনা করলে ড. কামাল তাতে অসম্মতি জানান। বিএনপির মহামসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে ড. কামালের সঙ্গে কথা বললে তাতে সায় দেননি কামাল হোসেন। ড. কামাল হোসেনের এক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য জানিয়েছেন।

সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার মামলাগুলো নিয়ে দ্বিধা-দ্বন্ধে আছেন খালেদা জিয়ার আইনজীবিরা। তারা কোনভাবেই এসব মামলার কূলকিনারা করতে পারছেন না। যে কারণে দীর্ঘদিন যাবত বিএনপি চেয়ারপার্সনকে কারান্তরীন থাকতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্বয়ং বেগম খালেদা জিয়া অসন্তুষ্ট। গেল সপ্তাহে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং গয়েশ্বর চন্দ্র রায় খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে গেলে আলোচনায় প্রাধান্য পায় খালেদা জিয়ার মামলার অগ্রগতি না হওয়া। বিষয়টি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কূটকৌশলকে দুষলেও খালেদা জিয়া তাতে সন্তুষ্ট হননি। একপর্যায়ে বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলেন আমার সকল মামলা নিয়ে ড. কামাল হোসেনের সহায়তা নিন। বিষয়টি নিয়ে খালেদা জিয়া প্রথমে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সঙ্গেও কথা বলতে বলেন। এ ধারাবাহিকতায় বিএনপি মহাসচিব খালেদা জিয়ার মামলা সংক্রান্ত বিষয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের দারস্ত হলে ড. কামাল খালেদা জিয়ার মামলা পরিচালনায় সহায়তাকারী হতে সরাসরি অস্বীকৃতি জানান। তবে ড. কামাল হোসেন বলেন, প্রয়োজনে মামলা পরিচালনাকারী আইনজীবিদের তিনি সুপরামর্শ দিতে পারেন। তবে মামলা পরিচালনায় সরাসরি কখনোই যুক্ত হবেন না। তবে এ বিষয়ে বিএনপির অভ্যন্তরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলা ইনসাইডার/এসআর 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭