ইনসাইড সাইন্স

আকাশে আজ দেখা মিলবে ‘পিঙ্ক মুন’ এর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2019


Thumbnail

আমরা ব্লাড মুন, সুপার ব্লাড মুনের কথা কমবেশি এখন সবাই জানি এবং শুনি। এমনকি সুপার ব্লাড উলফ মুনের কথাও আমরা সাম্প্রতিক সময়েই শুনেছি। তবে এবার খবর এলো অন্য ধরনের। সেটা হলো ‘পিঙ্ক মুন’। সত্যিই নাকি আমরা এবার আকাশে গোলাপি রঙের চাঁদ দেখতে যাচ্ছি। সম্পূর্ণ নতুন এই ধরনের চাঁদের কথা জানিয়েছেন স্বয়ং বিজ্ঞানীরাই। 

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আজই নাকি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পিঙ্ক মুন বা গোলাপী চাঁদ দেখতে পাবেন। চলতি সপ্তাহজুড়েই আকাশে এমন চাঁদ দেখা গেছে। তবে এটা স্পষ্ট দেখা যাবে আজ বৃহস্পতিবার রাতে। রাত থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত পিঙ্ক মুন দেখা যাবে।

তবে এটাকে পিঙ্ক মুন বলা হলেও পুরোপুরি গোলাপী নয়। যারা চাঁদ পর্যবেক্ষণ করেন, তারা চাঁদের একেক সময় একেক ধরনের নাম দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার ‘পিঙ্ক মুন’ নাম দিয়েছেন পর্যবেক্ষণকারীরা। পুরোপুরি না হলেও এর রঙ কিছুটা গোলাপী হবে।

বিজ্ঞানীরা বলছেন, খুব ভালোভাবে পিঙ্ক মুন দেখতে হলে আমাদের ১৮ তারিখ রাতে আকাশে চোখ রাখতে হবে। ১৯ তারিখেও কিছুটা দেখা যাবে। তবে এর পূর্বশর্ত হলো মেঘমুক্ত অন্ধকার আকাশ। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা যে কখন দেখা যায় গোলাপি সেই চাঁদ।

বাংলা ইনসাইডার/এসএইচ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭