ইনসাইড পলিটিক্স

তারেক বনাম খালেদা জিয়া পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2019


Thumbnail

খালেদার মুক্তি নিয়ে বিএনপির মধ্যে নাটক জমে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা চাইছেন না যে, বেগম খালেদা জিয়া সরকারের সঙ্গে সমঝোতা করে প্যারোলে মুক্তি পাক। অন্যদিকে জিয়া পরিবারের সদস্য শামীম ইস্কান্দারসহ তার আত্মীয় স্বজন মনে করছেন, যে কোন মূল্যে বেগম খালেদা জিয়াকে এখন মুক্তি করা প্রয়োজন। বেগম খালেদা জিয়া সুস্থ হলে সবকিছুই করা সম্ভব হবে। এই দুই পক্ষের মত বিরোধের কারণে আটকে গেছে খালেদা জিয়ার সঙ্গে সরকারের সমঝোতা। এ ব্যাপারে মধ্যস্থতা করার দায়িত্ব দেওয়া হয়েছিল, লন্ডনে পলাতক বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র তারেক জিয়াকে। দুই পক্ষই তারেক জিয়ার মধ্যস্থতায় রাজি হয়েছিলেন।

শামীম ইস্কান্দার মনে করেছিলেন তারেক খালেদা জিয়ার সন্তান। সে মায়ের মঙ্গল কামনা করবেন। অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ মনে করছিল, যেহেতু তিনি খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেজন্য তার মতামত এবং সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে। কিন্তু তারেক জিয়া খালেদা জিয়াকে বন্দি রাখার পক্ষেই মত দিয়েছেন। অন্য একটি সূত্র বলছে যে, বেগম জিয়ার প্যারোলের ব্যাপারে তারেক জিয়া নেতিবাচক মনোভাব দেখিয়েছেন।  এ ব্যাপারে তিনি দলের নেতৃবৃন্দের সঙ্গে সহমত পোষণ করেছেন। তাঁর মামা শামীম ইস্কান্দারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে, তারেক জিয়া আজ দলের মহাসচিসহ সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং করণীয় নিয়ে আলাপ করেছেন। আইনী ব্যবস্থার মাধ্যমে খালেদা জিয়ার জামিনের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার মুক্তির দাবীতে আরও বেশি জনমত তৈরি ও আন্দোলনের উপর জোর দিয়েছেন বলে জানা গেছে। একইভাবে তিনি শামীম ইস্কান্দারের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেছেন, সন্তান হিসেবে তিনি চান না তাঁর মা আপোষকামী, কাপুরুষ হিসেবে পরিচিত হোক।  প্যারোলে মুক্তি দিলে বেগম খালেদা জিয়া অর্জিত ইমেজ নষ্ট হবে বলে তারেক মতামত দিয়েছেন। তিনি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক জনমত তৈরীর জন্য মতামত দিয়েছেন। যদিও শামীম ইস্কান্দারের সঙ্গে এনিয়ে উত্তপ্ত কথাবার্তা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে। তবে বিএনপির নেতৃবৃন্দ বলছে, এরকম কোন কথা কটাকাটির ঘটনা ঘটেনি। বিভিন্ন মহলে বিভিন্ন রকম মত এসেছে। তারেক জিয়া সন্তান এবং রাজনীতিবিদ হিসেবে মতামত দিয়েছেন। সেখানে আবেগতাড়িত হওয়ার কোন সুযোগ নেই। তবে বিএনপির কিছু কিছু নেতা মনে করছেন, তারেক জিয়া আসলে খালেদা জিয়ার মুক্তি চান না। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে যে শর্ত, তার অন্যতম প্রধান শর্ত হলো তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তারেক জিয়া দেশে ফিরে কারাভোগ করতে চান না বলেই মায়ের কারাভোগ নিশ্চিত করতে চাইছেন।

বাংলা ইনসাইডার/এসআর/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭