ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচন নিয়ে বিজনেস টাইকুন দুই ভাইয়ের লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 18/04/2019


Thumbnail

ছোট ভাই অনিল আম্বানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। মোদি দুর্নীতির আশ্রয় নিয়ে তাকে রাফাল যুদ্ধ বিমানের বিশাল অংকের কাজ পাইয়ে দিয়েছেন বলেও অভিযোগ আছে। অনিল আর মোদির যখন এতো দহরম মহরম ঠিক তখনই বড় ভাই মুকেশ আম্বানি বিপক্ষ শিবিরের পথ ধরলেন। 

মুকেশ আম্বানি দক্ষিণ মুম্বইয়ের কংগ্রেস প্রার্থী মিলিন্দ দেওরার জন্য ভোট চেয়েছেন। গতকাল বুধবার নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন দেওরা। সেখানে তার হয়ে ভোট চাইতে দেখা গেছে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে। মিলিন্দ দেওরাকে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি বলেছেন, দক্ষিণ মুম্বইয়ের জন্য মিলিন্দ দেওরাই সবচেয়ে যোগ্য। দীর্ঘ ১০ বছর দক্ষিণ মুম্বই থেকে প্রতিনিধিত্ব করেছেন। এখানকার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গতিবিধি তার নখদর্পণে। তাই এই আসনে দেওরাই সবচেয়ে যোগ্য বলে সার্টিফিকেট দিয়েছেন মুকেশ।

দুই ভাই দুই শিবিরে অবস্থান নেওয়ায় অনেকেই অবাক হচ্ছেন। কারণ দুই ভাইয়ের বহু বছর ধরেই দূরত্ব থাকলেও সম্প্রতি ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করেছিল। মুকেশের মেয়ে ইশা ও ছেলে আকাশ অম্বানীর বিয়েতে আতিথেয়তা করতে দেখা গিয়েছিল অনিল আম্বানিকে। আবার এরিকসন গ্রুপের বকেয়া ৫৫০ কোটি টাকা মেটাতে তাকে সাহায্য করেছিলেন দাদা মুকেশ ও তাঁর স্ত্রী নীতা অম্বানী।


বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭