ইনসাইড বাংলাদেশ

চোখের সমস্যায় ভুগছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2019


Thumbnail

আজ শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শেখ হাসিনা ১০ টাকা দিয়ে টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করেন। কিছুদিন ধরে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। কয়েকজন ব্যাক্তিগত চিকিৎসককে দিয়ে তিনি চোখ পরীক্ষাও করেছিলেন। তার একটি চোখে দৃষ্টিশক্তি কিছুটা কম আসছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ওই চোখে ছানি পরেছে বলে চিকিৎসকরা অভিমত জানিয়েছেন। ছানি অপারেশন করে এর চিকিৎসা সহজেই সম্ভব বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে চিকিৎসকদের খোঁজ খবর নেন। তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ দেন।

এর আগেও একই হাসপাতালে এভাবে তিনি চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। এ ছাড়া ২০১৭ সালের ৯ ডিসেম্বর সাধারণ রোগীর মতোই লাইনে দাঁড়িয়ে ৫ টাকার টিকিট কিনে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা’ করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় তার সঙ্গে বোন শেখ রেহানাও ছিলেন।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭