ইনসাইড গ্রাউন্ড

ঢাকায় ফিরেছেন টাইগাদের প্রধান কোচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2019


Thumbnail

নিউজিল্যান্ড থেকে ছুটিতে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাঁচ বিদেশী কোচ। ছুটি শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন প্রধান কোচ স্টিভ রোডস। বিমানবন্দর থেকে সরাসরি চলে আসেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে নিয়ে প্রবেশ করেন বিসিবির কার্যলয়ে। সেখান থেকে বেড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, ‘আমি কিছুক্ষণ আগে ঢাকায় এসেছি। বিমানবন্দর থেকে বাসায় না গিয়ে সরাসরি চলে এসেছি এখানে। এখনই কোন মন্তব্য করতে চাই না। পরে আপনাদের সঙ্গে বড় পরিসরে আলোচনা করবে। আজকে এটুকুই।’

এদিকে আগামী ২২ এপ্রিল থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। এজন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় ফিরেছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং ফিজিও মারিও ভিল্লাভারায়ন। আজ (শুক্রবার) ফিরলেন প্রধান কোচ স্টিভ রোডস।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭