কালার ইনসাইড

সুবীর নন্দীর সার্বক্ষণিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 19/04/2019


Thumbnail

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা কণ্ঠশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়ার মত শারীরিক অবস্থা আছে কিনা তাও জানতে চেয়েছেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় সুবীর নন্দীর সর্বশেষ অবস্থা নিয়ে কণ্ঠশিল্পী রফিকুল আলম, তপন চৌধুরি এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক অধ্যাপক ডা: সামন্তলাল সেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় সুবীর নন্দীকে দেশের বাইরে পাঠানোর মত অবস্থা আছে কিনা তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এসময় জানতে চান, সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেয়া যায় কিনা?

এসময় সংশ্লিষ্টরা জানান, সুবীর নন্দীর বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাইরে নেয়া যাবে কিনা এ বিষয়ে জানতে চিকিৎসকরা ইতোমধ্যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করেছেন। পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে সুবীর নন্দীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার স্ত্রী ও কন্যার সাথে সাক্ষাৎ করেন। সুবীর নন্দী বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

এর আগে ১৯৯৮ সালেও সুবীর নন্দীকে চিকিৎসার জন্য দুইবার সব রকমের সহযোগিতা দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত গত ১৪ এপ্রিল সুবীর নন্দী অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচে ভর্তি হন। পরবর্তীতে হৃদরোগে আক্রান্ত হলে তখন থেকেই আইসিইউ’র লাইফ সার্পোটে চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭