ইনসাইড গ্রাউন্ড

নিজের দুর্ভাগ্যে হতাশ সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। এরপর থেকে বসে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের সাইডলাইনে। এক সাক্ষাৎকারে নিজের দুর্ভাগ্যকে দায়ী করে হতাশা প্রকাশ করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

একাদশে সুযোগ না পেলেও নিজের ফিটনেস ঠিক রাখতে কাজ করে যাচ্ছেন সাকিব। পেশাদারিত্বের খাতিরে হায়দ্রাবাদের একাদশে সুযোগ পাওয়াকে মেনে নিয়েছেন তিনি, ‘এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না, তবে হতাশাজনক। এছাড়া আমি বর্তমান পরিস্থিতিটাও বুঝি। নেটে আমি আমার সেরাটা দিচ্ছি, দক্ষতা আর ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছি। আমি সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলেই সেটা পুরো কাজে লাগাতে চেষ্টা করবো।’

তবে ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল (২২ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন ক্যাম্পে যোগ দিতে দ্রুত ঢাকায় ফিরতে হবে সাকিব আল হাসানকে। এজন্য আইপিএলে আর বেশিদিন থাকার সুযোগ পাচ্ছেন না তিনি।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭