ইনসাইড গ্রাউন্ড

টানা ৮ স্কুডেট্টোতে জুভেন্টাসের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

টানা অষ্টমবারের মতো ইতালিয়ান লিগ সিরি ‘আ’র শিরোপা জিতেছে জুভেন্টাস। রাতে ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতে ৩৫তম শিরোপা জয়ের উৎসব বিয়াঙ্কোনেরিরা।

এতে নতুন একটি রেকর্ড সৃষ্টি করেছে তুরিনের ওল্ড লেডিরা। ইউরোপের শীর্ষ ৫ লিগে টানা আট শিরোপা জয়ের রেকর্ড নেই অন্য কোনো ক্লাবের। এতোদিন টানা ৭ শিরোপার রেকর্ডটা অলিম্পিক লিঁওর সঙ্গে ভাগাভাগি করে আসছিল জুভেন্টাস। এবার সেটি ছাপিয়ে নতুন রেকর্ড গড়লো রোনালদো-দিবালারা।

যদিও অনেক আগেই মাসসিমিলিয়ানো আলেগ্রির দলের শিরোপা নিশ্চিত ছিলো। গত সপ্তাহে স্পালের কাছে হেরে, হয়নি উৎসব করা। ঘরের মাঠে আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে ভাটা পড়ে কিছুটা। তবে ফিওরেন্টিনার বিপক্ষে সব ভুলে রেকর্ড শিরোপা উদযাপন করে জুভেন্টাস।

ইতালিতে শিরোপা জয়ে জুভেন্টাসের ধারে কাছে নেই কেউ। ১৮টি শিরোপা নিয়ে এসি মিলানের অবস্থান দ্বিতীয়তে।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭