ইনসাইড গ্রাউন্ড

ইতিহাসের পাতায় রোনোলদো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

জুভেন্টাসের নিজের প্রথম মৌসুমে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের সেরা তিন লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন সিআরসেভেন।

একমাত্র মাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা এবং ইতালিয়ান সিরি আ’র শিরোপা জিতলেন পর্তুগিজ অধিনায়ক। তাই তো ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি এবং মনে করি, জীবনটাই একটা চ্যালেঞ্জ।’

জীবনের প্রথম ক্লাব লিসবনের হয়ে শিরোপা জেতার আগেই ইংল্যান্ডের পাড়ি জমান তিনি। ক্যারিয়ারের শুরুর দিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জেতেন রোনালদো। ২০০৯ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে। ২০১১-১২ ও ২০১৬-১৭ মৌসুমে জিতেন লা লিগার শিরোপা। আর চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দেওয়ার প্রথম বছরই জিতলেন ইতালিয়ান লিগের শিরোপা।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭