ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৩০, আহত ৩০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

শ্রীলঙ্কার গীর্জা এবং হোটেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩০ জনে পৌঁছেছে। এতে আহত অবস্থায় আরও অন্তত ৩০০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।

শ্রীলঙ্কান পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আজ সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ কলম্বোর সেন্ট আন্টোনি চার্চে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর একে একে আরও দুইটি গির্জা এবং তিনটি হোটেলে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এখন পর্যন্ত এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে হামলার মূল টার্গেট ছিল খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আজ রোববার তারা যখন ইস্টার সানডে উৎসব পালন করছিলেন তখনই এই হামলা চালানো হয়।

উল্লেখ্য, শ্রীলঙ্কা বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ্য দেশ। সেখানে মাত্র ৬ শতাংশ নাগরিক খ্রিস্টান।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭