ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নৃশংস এ হামলার তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।

আজ রোববার গণমাধ্যমে শোকবার্তা পাঠায় রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং। শোকবার্তায় রাষ্ট্রপতি বোমা হামলায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। শ্রীলঙ্কা সরকার ও দেশটির জনগণের প্রতি গভীর সমবেদনাও জানান আবদুল হামিদ।

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৮টার কিছু পর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সেইন্ট অ্যান্থনি’স গির্জায় প্রথম হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পরই নেগোম্বোর কাতুওয়াপিতিয়ার সেইন্ট সেবাস্টিয়ান’স গির্জা তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সেখানে হামলার কথা জানায়। প্রথম ও দ্বিতীয় হামলার খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় পুলিশ রাজধানী কলম্বোর তিনটি হোটেল ও অপর এক গির্জায় বোমা হামলার খবর নিশ্চিত করে।

পুলিশ বলছে, শাংরি-লা হোটেল, কিংসবুরি হোটেল ও সিনামন গ্র্যান্ড হোটেলে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বাত্তিচালোয়ায় অপর এক গির্জায়ও হামলা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৩৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭