ইনসাইড বাংলাদেশ

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রবিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটিতে ইস্টার সানডে উদযাপনের সময় কলম্বো ও এর আশপাশের বিভিন্ন স্থানের গির্জাসহ অন্তত ৬টি স্থাপনায় আকস্মিক বোমা হামলার ঘটনা ঘটে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ বিদেশ পর্যটকসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দেড় শতাধিক। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচশ জন। এ দিন ৩টি গির্জা ছাড়াও আরও প্রায় বেশ কয়েকটি হোটেলেও ঘটানো হয় এই বিস্ফোরণ।

নির্মম এ হামলায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তাঁরা

প্রধানত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কার প্রায় ছয় ভাগই ক্যাথলিক। তাছাড়া মুসলমানসহ নানা ধর্মের লোকের সংখ্যাও সেখানে কম নয়। দেশটিতে বর্তমানে অসংখ্য বাংলাদেশিও বসবাস করেন। ভয়াবহ এ বোমা হামলায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


বাংলা ইনসাউডার/এমআরএইচ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭