ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকার হামলার ঘটনায় বিশ্ব ক্রীড়াঙ্গনের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে পালনের সময় দফায় দফায় বোমা হামলায় কেঁপে ওঠে শ্রীলংকা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভারতের ক্রিকেট ঈশ্বর বলেন, ‘শ্রীলংকায় দফায় দফায় হামলার খবর শুনে আমি খুব কষ্ট পেয়েছি। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। ঘৃণা ও সহিংসতা কখনই ভালোবাসা, দয়া ও সমবেদনার চেয়ে বেশি শক্তিশালী নয়।’

এর আগে নৃশংস এই হামলার নিন্দা জানিয়ে টুইটারে কোহলি লেখেন, ‘শ্রীলংকায় হামলার ঘটনা শুনে আমি খুবই মর্মাহত। এ ট্রাজেডিতে আক্রান্ত সকলের জন্য প্রার্থনা করতে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগানসহ আরো অনেক ক্রীড়াবিদ এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টুইট করে।

উল্লেখ্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আশেপাশের রোববার সকালে তিনটি চার্চ ও তিন হোটেলে সিরিজ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫৬ জন প্রাণ হারান।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭