ইনসাইড গ্রাউন্ড

শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় শোকস্তব্ধ তামিম-মুশফিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

কয়েক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অল্পের জন্য সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পান বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। নিজ চোখে সেই ভয়াবহ চিত্র দেখেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সন্ত্রাসী হামলার শিকার হওয়া মানুষের শোক খুব ভালো বোঝেন দুইজনই। শ্রীলংকায় সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্তদের  প্রতি শোক ও সহানুভূতি জানিয়েছেন তামিম ও মুশফিক।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তামিম ইকবাল লেখেন, ‘শ্রীলঙ্কার বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণে শতাধিক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরণের নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পৃথিবীতে কোন স্থান নেই। ঘটনায় নিহত এবং আহতদের প্রতি আমরা সহানুভূতি জানাই।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম তাঁর টুইট বার্তা বলেন, ‘এই ধরণের খবর শুনতে আর ভালো লাগে না। ঘটনায় নিহত এবং হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি। এসব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে কোনো দেশই এখন আর নিরাপদ নয়।’

উল্লেখ্য ইস্টার সানডে পালনের সময় শ্রীলংকার রাজধানী কলম্বোসহ অন্যান্য এলাকার তিনটি গির্জা ও তিনটি বিলাসবহুল হোটেলে কয়েক দফা বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এতে অন্তত ১৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭