ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কায় কারফিউ, বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 21/04/2019


Thumbnail

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির আটটি স্থানে বোমা হামলায় অন্তত ১৮৫ জন নিহত হয়েছে। দেশটিতে কারফিউ জারি করা হয়েছে। রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে কারফিউ কার্যকর হবে।

শ্রীলঙ্কায় রোববার ইস্টার সানডের অনুষ্ঠান চলাকালীন একাধিক হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। কারফিউ জারিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বন্ধ করেছে দেশটির সরকার।

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতরের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, অনির্দিষ্টকালের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত পুরো দেশে কারফিউ বলবৎ থাকবে। আগামী সোম ও মঙ্গলবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার সকালে ইস্টার সানডের অনুষ্ঠান শুরু হলে আনুমানিক পৌনে ৯টার সময় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুরের পর কলম্বোর আরও দুটি স্থানে বোমা হামলা হয়েছে। যার চারটি রাজধানী কলম্বোতে। বাকি দুটির একটি রাজধানীর অদূরে অন্যটি পূর্বাঞ্চলীয় প্রদেশে বাত্তিকোলায়ে।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭