ইনসাইড গ্রাউন্ড

আজ শুরু বঙ্গমাতা গোল্ডকাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

প্রথমবারের মতো বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আজ (২২ এপ্রিল) থেকে ঢাকা শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ।

অনূর্ধ্ব-১৯ এই টুর্নামেন্টে বাংলাদেশসহ ছয়টি অংশ নিচ্ছে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও কিরজিজস্তান। আর গ্রুপ এ’তে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস।

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ৬টায় সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৬ এপ্রিল গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজরা। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ২৯ ও ৩০ এপ্রিল। ফাইনাল ৩ মে। 

টুর্নামেন্টের ফিক্সচার:

তারিখ

খেলা

সময়

সম্প্রচার

২২ এপ্রিল

বাংলাদেশ-আমিরাত

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি

২৪ এপ্রিল

আমিরাত-কিরগিজস্তান

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি

২৫ এপ্রিল           

মঙ্গোলিয়া-লাওস

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি 

২৬ এপ্রিল         

বাংলাদেশ-কিরগিজস্তান

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি  

২৭ এপ্রিল

লাওস-তাজিকিস্তান

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি 

২৯ এপ্রিল

সেমিফাইনাল

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি  

৩০ এপ্রিল

সেমিফাইনাল

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি  

৩ মে

ফাইনাল

সন্ধ্যা ৬টা

বিটিভি/আরটিভি   

 

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭