ওয়ার্ল্ড ইনসাইড

সন্দেহভাজন সবাই শ্রীলঙ্কান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

শ্রীলঙ্কায় সিরিজ হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের কেউই বিদেশি নন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

তিনি বলছেন, বোমা হামলায় ২০৭ জন নিহত হয়েছে। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আট ব্যক্তিকে আটক করেছে। তাদের পরিচয় থেকে জানা গেছে তারা সবাই শ্রীলংকান নাগরিক।

শ্রীলঙ্কান পুলিশ বলছে, সন্দেহভাজনদের সঙ্গে বিদেশের কারও যোগাযোগ আছে কি না এখন সেটি যাচাই করে দেখা হচ্ছে। কলম্বোর একটি বাড়ি থেকে আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তার অভিযানে অংশ নিতে গিয়ে তিন পুলিশ সদস্যও আহত হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭