ওয়ার্ল্ড ইনসাইড

শিশুর মাথায় হাত বুলিয়েছিল গির্জায় হামলাকারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

শ্রীলঙ্কায় যে স্থানগুলোয় হামলা চালানো হয়েছিল তার মধ্যে একটি ছিল নেগাম্বো শহরের সেন্ট সেবাস্তিয়ান গির্জা। এই গির্জায় হামলাকারীর বর্ণনা দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকারী এক শিশুর মাথায় হাত বুলিয়েছিল।

দিলিপ ফারনান্দো নামের প্রত্যক্ষদর্শী জানান, ইস্টার সানডের উৎসব থাকায় গির্জার অনেক ভিড় ছিল। তার পরিবারেরর কয়েকজন সদস্যও সেখানে ছিল। এই ভিড়ের মধ্যেই এক যুবক সবাইকে ঠেলে ভেতরে প্রবেশ করে। তার কাঁধে ছিল ভারী একটি ব্যাগ। পাশ দিয়ে যাওয়ার সময় সে আমার নাতনির মাথায় হাত বুলিয়ে দিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সে তার ব্যাগে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়।  

উল্লেখ্য, গতকাল রোববার ইস্টার সানডের উৎসবের দিন শ্রীলঙ্কার নয়টি স্থানে সিরিজ হামলা চালানো হয়। রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও বাত্তিকালোয়ার জিওন গির্জায় হামলা হয়। এছাড়া রাজধানীর শাংগ্রি লা, সিনামন গ্রান্ড ও কিংসবারি পাঁচ তারকা হোটেলেও বিস্ফোরণ হয়। এখন পর্যন্ত এ হামলায় ২৯০ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে ২৪ জনকে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭