ইনসাইড সাইন্স

বিশ্ব ধরিত্রী দিবসে গুগল ডুডল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

বিশেষ কোনো দিবস বা উপলক্ষ্য মানেই সার্চইঞ্জিন জায়ান্ট গুগলে বিশেষ আয়োজন গুগল ডুডল।  আজ অ্যানিমেশন ডুডলের মাধ্যমে ‘বিশ্ব ধরিত্রী দিবস’ পালন করছে সার্চইঞ্জিনটি। আজ সোমবার  প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘বিশ্ব ধরিত্রী দিবস’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

গুগলে ঢুকলেই দেখা যাচ্ছে ‘হ্যাপি আর্থ ডে ২০১৯’। তারপর এতে ক্লিক করলে দেখা যাচ্ছে, বৃহত্তম সামুদ্রিক পাখি অ্যালবাট্রোস উড়ে যাচ্ছে। তার নিচে ক্লিক করলে মাটি ফুঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে উপকূলীয় রেড উডের গাছ। পাশে লেখা-‘৩৭৭ ফুটের উচ্চতায় আমি ৭৫ মানবের উচ্চতার সমান এবং আমিই পৃথিবীর সবচেয়ে বড় গাছ’।

এভাবে পর্যায়ক্রমে ছোট ব্যাঙ, আমাজন বনের বৃহদাকার জলজ পদ্ম (একটু ছোট আকৃতির মানুষ এর ওপরে বসতে পারে), ৪০ কোটি বছর আগ থেকে পৃথিবীতে টিকে থাকা সামুদ্রিক মাছ কোয়েলাক্যান্থ, গভীর গুহার নিচে বসবাসকারী পাখাবিহীন স্প্রিং টেল পতঙ্গসহ পৃথিবীর জীববৈচিত্র্যকে অ্যানিমেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

উল্লেখ্য, পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে বিশ্ব ধরিত্রী দিবস পালন করা শুরু হয়। উদযাপনে পিছিয়ে নেই ইন্টারনেট দুনিয়াও।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭