ইনসাইড বাংলাদেশ

বিশ্ব ধরিত্রী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। সারাবিশ্বে এ দিনটিকে বলা হয় ‘আর্থ ডে’। পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে আজ।

গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনে বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। পৃথিবীটাই এখন হুমকির মুখে। এই প্রেক্ষাপটে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবস পালিত হচ্ছে।

ধরিত্রী দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন, ধরিত্রীকে রক্ষায় কার্বন নিঃসরণ কমানো, বন্যপ্রাণী সংরক্ষণ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় মানুষকে সচেতন হতে হবে।

এই ধরিত্রী দিবসটি প্রথম পালন করা হয় ১৯৭০ সালে। তৎকালীন মার্কিন সেনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। বর্তমানে বিশ্ব ধরিত্রী দিবস বিশ্বব্যাপী আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়। পাশপাশি প্রতি বছর ১৯৩টিরও অধিক দেশে দিবসটি পালন করা হয়ে থাকে।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭