ইনসাইড বাংলাদেশ

শেখ সেলিমের বাড়িতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

শ্রীলঙ্কাতে গীর্জা এবং হোটেলে সিরিজ বোমা হামলায় বঙ্গবন্ধু পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান নিহত হয়েছে। ছোট্ট এই শিশুটির মৃত্যুতে এখন শেখ সেলিমের বনানীস্থ ২/এ রোডের ৯ নং বাসভবনে চলছে শোকের মাতম। দেশের বিভিন্ন স্তরের মানুষ সমবেদনা জানানোর জন্য আসছে।

সবমিলিয়ে সেখানে একটি শোক বিহবল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত কীভাবে কলম্বো থেকে জায়ানের লাশ এবং গুরুতর আহত তার পিতা মশিউল হক চৌধুরী প্রিন্সকে দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে তারা সবাই এখন তদারকি করছেন। 

এদিকে দেখা গেছে, ১০ থেকে ১২জন হাফেজ বাসার নিচ তলায় বসে কোরআন খতম পড়ছেন। বাসার সামনে ও রাস্তার দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিকটাত্মীয় ছাড়া অন্য কাউকে বাসায় ঢুকতে দেয়া হচ্ছে না।

 

বাংলা ইনসাইডার/এসএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭