ইনসাইড বাংলাদেশ

শেখ সেলিমের বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ সেলিমের নাতি জায়ান নিহত হওয়ার ঘটনায় তাকে সান্তনা দিতে সেখানে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সোমবার বেলা সাড়ে ১২টার কিছু পর তিনি শেখ সেলিমের বাসায় যান বলে জানা গেছে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জায়ানের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন। নৃশংস ওই হামলার নিন্দাও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল রোববার শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আরও কয়েকটি স্থানে বোমা হামলা হয়। শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণে ছিলেন। তারা যেই পাঁচ তারকা হোটেলটিতে ছিলেন সেখানেও হামলা হয়। এই হামলায় শিশু জায়ান নিহত হয়। আর তার বাবা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭