ওয়ার্ল্ড ইনসাইড

শ্রীলঙ্কায় এবার মসজিদে হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

গির্জা এবং হোটেলের পর শ্রীলঙ্কায় এবার হামলার লক্ষ্যবস্তু হচ্ছে মসজিদ। গতকাল রোববার সকাল থেকে দেশটির গির্জা ও হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর রাতে হামলার শিকার হয় মসজিদ। পুত্তালুম জেলায় রাতে একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া বান্দারাগামা এলাকায় মুসলিম মালিকানাধীন দুটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

মসজিদে হামলার ঘটনাটি কেউ প্রতিশোধ পরায়ণ হয়ে চালিয়েছে কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মুসলিমদের দোকানে আগুন লাগানোর বিষয়টি গির্জায় হামলার প্রতিশোধ হিসেবেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শ্রীলঙ্কা সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রোববারের সিরিজ বিস্ফোরণের জন্য কাউকে দায়ী করেনি। তবে ন্যাশনাল তাওহীদ জামাতের একজন নেতা এ হামলার মূল পরিকল্পনাকারী বলে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলভিত্তিক একটি সংবাদমাধ্যম।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭