ইনসাইড বাংলাদেশ

জায়ানের দাফন হবে বনানীতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 22/04/2019


Thumbnail

শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত ছোট্ট শিশু জায়ানকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আজ সোমবার সকালে এ বিষয়ে তদারকি করতে শেখ সেলিম কিছুক্ষণের জন্য বের হয়েছিলেন বলে জানা গেছে। তিনি বনানী কবরস্থানে যান। দাফন কোন স্থানে করা হবে, কীভাবে করা হবে এসব বিষয়ে তিনি সেখানে গিয়ে তদারকি করে আসেন। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। গণমাধ্যমের সঙ্গে কথা বলার মতো মানসিক অবস্থায় তিনি নেই বলে জানিয়েছেন। 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ শেখ সেলিম নিহত শিশু জায়ানের নানা। গতকাল রোববার শ্রীলঙ্কায় যে সিরিজ হামলা হয় তাতে নিহত হয় আট বছরের শিশু জায়ান। শেখ সেলিমের মেয়ে শেখ আমেনা সুলতানা সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও দুই ছেলেকে নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণে ছিলেন। তারা যেই পাঁচ তারকা হোটেলটিতে ছিলেন সেখানেও হামলা হয়। এই হামলায় শিশু জায়ান নিহত হয়। তার বাবা অর্থাৎ শেখ সেলিমের জামাতা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭