ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধু পরিবারের পাশেই সমাহিত হবে জায়ান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2019


Thumbnail

বঙ্গবন্ধু পরিবারের পাশেই চিরনিদ্রায় শায়িত হবে এই পরিবারের ছোট্ট সদস্য জায়ান। আগামীকাল বুধবার শ্রীলঙ্কা থেকে তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে। এরপর জানাজাসহ সব আনুষ্ঠানিকতা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের বেশ কয়েকজন সদস্যের সমাধি রয়েছে। পঁচাত্তরের ১৫ আগস্ট বিভীষিকাময় হত্যাকাণ্ডের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া তার পরিবারের অন্য শহীদদের এই কবরস্থানেই দাফন করা হয়েছিল।  বঙ্গবন্ধুর প্রিয়তমা স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শিশুপুত্র রাসেল এখানেই শুয়ে আছেন। এছাড়া  শেখ কামাল, শেখ জামাল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্ত:সত্তা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবুকেও এই বনানী কবরস্থানেই দাফন করা হয়েছিল। ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পর জাতির পিতা বাদে বাকী সবার মৃতদেহ এখানে নিয়ে আসা হয়েছিল। এরপর কবরস্থানের ৭ নম্বর রো’তে মোট ১৮টি কবর খুঁড়ে তাদের সমাহিত করা হয়। নিজের পরিবারের এতজন সদস্যের পাশেই চিরনিদ্রায় শায়িত হবে ছোট্ট জায়ান।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭