ইনসাইড বাংলাদেশ

জাজিরা প্রান্তে বসানো হলো ১১তম স্প্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2019


Thumbnail

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসানো হয়েছে ১১তম স্প্যান। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে  ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর ১১তম স্প্যান বসানো হয়। এর আগে মাওয়া প্রান্তে ৪-৫ ও ১৩-১৪ নম্বর পিলারের ওপর দুটি স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে নির্মানাধীন পদ্মা সেতুর এক হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, প্রতি মাসেই একটি করে স্প্যান বসানো হবে। ইতিমধ্যে সেতুর প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বছরের বাকী সময়ে সবগুলো স্প্যান বসিয়ে পুরো সেতু দৃশ্যমান করে তোলা হবে।

এর আগে, গতকাল সোমবার সকালে মাওয়ার মুন্সীগঞ্জের কুমারভোগের বিষেশায়িত জেডি থেকে স্প্যানটি নিয়ে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়া নি হাউ জাজিরার উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল নাগাদ সেটি নাজিরা নওডোবা এলাকায় পৌঁছে। আজ সকাল সোয়া ৮টার দিকে সেতুর ৩৩ ও ৩৪ নম্বর পিলারের ওপর বসানো হয়।

বাংলা ইনসাইডার/এসআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭