ইনসাইড গ্রাউন্ড

বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2019


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। কিন্তু গ্যালারি সমস্যা সমাধান না হওয়ায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বর্তমান রানার্সআপ হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এমনতাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।  

গত আসরে চ্যাম্পিয়ন হওয়ায় প্রথাগত কারণে চলতি মৌসুমে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ আয়োজন করার সুযোগ পায় চেন্নাই। উদ্বোধী ম্যাচটি বেশ ভালোভাবেই আয়োজন করে তারা। কিন্তু তিনটি গ্যালারিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে অন্য মাঠের গ্যালারিগুলোর মতো ভিড় হচ্ছে না চেন্নাইয়ের স্টেডিয়ামে।

এই সমস্যা সমাধানের জন্য স্টেডিয়াম কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছিল আইপিএল গর্ভানিং কাউন্সিল। কিন্তু তা করতে না পারায় টুর্নামেন্টের জনপ্রিয়তা এবং ফাইনালের দর্শকদের চাপের কথা চিন্তা করে, ফাইনাল ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ফলে আগামী ১২ মার্চ মেগা ফাইনাল আয়োজন করবে গত আসরের রানার্সআপ হায়দ্রাবাদ।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭