ওয়ার্ল্ড ইনসাইড

ভাষণ দিতে গিয়ে নাস্তানাবুদ রাহুল (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2019


Thumbnail

দক্ষিণ ভারতে ভাষণ দিতে গিয়ে নাস্তানাবুদ হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। মূলত তার দোভাষীর কারণেই এই অবস্থার সৃষ্টি হয়। গত ১৬ এপ্রিল তিনি কেরালায় নির্বাচনী প্রচারনায় ভাষণ দেন। এসময় যেই দোভাষী হিন্দি থেকে তার ভাষণ মালায়ালাম ভাষায় অনুবাদ করেন তার জন্যই হাস্যরসের সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাহুল যা বলছেন তা অনুবাদ করতে দোভাষীর বেশ বেগ পেতে হচ্ছে। রাহুলও এতে বিব্রত বোধ করেন।

এর আগে, গত ১৩ মার্চ তামিলনাড়ুতে গেলে সেখানেও অনুবাদকের কীর্তিতে নাস্তানাবুদ হন রাহুল। এই ভিডিওগুলো পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭