ইনসাইড গ্রাউন্ড

রেকর্ড ওপেনিং জুটিতে চ্যাম্পিয়ন আবাহনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2019


Thumbnail

সমীকরণ ছিলো খুব সহজ। জিতলেই চ্যাম্পিয়ন আবাহনী। সৌম্য সরকার ও জহিরুল ইসলাম অমির রেকর্ড ওপেনিং জুটিতে টানা দ্বিতীয়বারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড।

তবে আকাশী-হলুদদের সহজে ছাড় দেয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তানভীর আহমেদের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩১৭ রানের পাহাড়সমান স্কোর গড়ে শেখ জামাল। সৌম্য ও জহিরুলের অবিশ্বাস্য ব্যাটিংয়ে সেই পাহাড় অনায়াসে টপকে ৯ উইকেটের বড় জয় পায় আবাহনী। লিস্ট এ ক্রিকেটে ওপেনিংয়ে সর্বোচ্চ ৩১২ রানের রেকর্ড গড়েন সৌম্য ও জহিরুল। 

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন সৌম্য। সেঞ্চুরি করেছেন জহিরুল ইসলাম অমিও। সমান ১০০ রানে আউট হন অমি। তবে সৌম্যকে আউট করতে পারেনি শেখ জামালের বোলাররা। ১৫৩ বলে ২০৮ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

বাংলা ইনসাইডার/আরইউ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭