ইনসাইড গ্রাউন্ড

ম্যানচেস্টার ডার্বিতে থাকছে লিভারপুলও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2019


Thumbnail

ইংলিশ দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল লড়াইকে বলা হয় ম্যানচেস্টার ডার্বি। রাত একটায় ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে দু’দল। কিন্তু এই লড়াইয়ে থাকছে তৃতীয় পক্ষ লিভারপুলও।

চলতি মৌসুমে লিগ শিরোপার লড়াইয়ে আছে ম্যানসিটি ও লিভারপুল। এ ম্যাচে হারলে শিরোপার রেস থেকে ছিটকে যাবে সিটিজেনরা। তখন শিরোপার লড়াই অনেকটা একপেশে হয়ে যাবে লিভারপুলের জন্য। এজন্য এ ম্যাচে রেড ডেভিলদের জয় প্রত্যাশা করছেন লিভারপুলের ফুটবলার ও সমর্থকরা।

ম্যানচেস্টার ডার্বি ঘিরে অনেক সমীকরণ। ম্যানইউ’র বিপক্ষে পূর্ণ পয়েন্ট পাওয়ার পর শেষ তিন ম্যাচে বার্নলি, লিস্টার ও ব্রাইটনকে হারালেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে ম্যানসিটি। স্বাভাবিকভাবেই পেপ গার্দিওলা এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন অনেক।

বাংলা ইনসাইডার/আরইউ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭