ইনসাইড বাংলাদেশ

যে মাঠে খেলতো জায়ান, সেখানেই তার জানাজা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2019


Thumbnail

বনানীর ২/এ’র ৯ নম্বর বাসা। জায়ানের ছোট্ট জীবনের একটি বড় অংশ কেটেছে এই বাড়িটিতেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিমের বাসা এটি। নানা বাড়িতেই অধিকাংশ সময় থাকতো জায়ান। বাসার সামনেই বিশাল মাঠ। প্রায়দিন বিকেলেই এই মাঠে গিয়ে ক্রিকেট খেলত সে। প্রাণ খুলে ছুটে বেড়াত, মেতে উঠতো আনন্দে। জায়ানের সেই খেলার মাঠেই আজ চলছে তার জানাজার আয়োজন।

যেই মাঠে গিয়ে দুরন্তপনায় মেতে উঠতো জায়ান। সেখানে আজ যাবে তার নিথর দেহ।  জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটে শ্রীলঙ্কা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে করে আসবে জায়ানের মৃতদেহ। এরপর বিকেলে নানা বাড়ির সামনের মাঠে হবে তার নামাজে জানাজা। জানাজাশেষে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু পরিবারের পাশেই তাকে দাফন করা হবে।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭