ওয়ার্ল্ড ইনসাইড

বিজনেস টাইকুন ইব্রাহিমের সন্তান শ্রীলঙ্কার দুই হামলাকারী!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/04/2019


Thumbnail

শ্রীলঙ্কায় আত্মঘাতী হামলাকারীদের মধ্যে দু’জন বিজনেস টাইকুন মোহাম্মদ ইব্রাহিমের সন্তান বলে জানা গেছে। ওই দুই হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের বাবা শ্রীলঙ্কার সবচেয়ে বড় মশলা রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইব্রাহিম বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

সিএনএন বলছে, মোহাম্মদ ইব্রাহিমের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের অনেক মন্ত্রী এবং রাজনীতিবিদদের উষ্ণ সম্পর্ক রয়েছে। তিনি ইশানা এক্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার। শ্রীলঙ্কার মুসলিম সম্প্রদায়ের মধ্যে তাকে সবচেয়ে ধনী ব্যক্তি বলে মনে করা হয়। 

লঙ্কান পুলিশ ইতিমধ্যেই মোহাম্মদ ইব্রাহিমকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে তিনি জঙ্গি তৎপরতায় জড়িত কিনা সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের স্বার্থে শ্রীলঙ্কার পুলিশ এখনো বিস্তারিত কিছু প্রকাশ করছে না।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭