ইনসাইড বাংলাদেশ

স্বাক্ষর জালের আশঙ্কায় জিডি করলেন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/04/2019


Thumbnail

স্বাক্ষর জাল করা হতে পারে এই আশঙ্কায় সাধারণ ডায়েরি (জিডি নং- ১৫০২) করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার ডায়েরিতে সম্পদের নিরাপত্তাহীনতার কথাও উল্লেখ করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর বনানী থানায় এরশাদের আবেদনের ভিত্তিতে জিডিটি লিপিবদ্ধ করা হয়।

এরশাদ অভিযোগে বলেছেন, তার বর্তমান ও অবর্তমানে স্বাক্ষর নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেওয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেওয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে। তার অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার বলে মনে করছেন তিনি।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহকে এরশাদের অভিযোগের বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭