ইনসাইড গ্রাউন্ড

প্লে অফে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/04/2019


Thumbnail

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে টানা হারের পর, এবার জয়ের দেখা পাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৭ রানে হারিয়েছে বিরাট কোহলির দল। এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়েছে দলটির। একই সঙ্গে প্লে অফের মৃদু সম্ভাবনা জেগেছে বেঙ্গালুরুর।

সেরা চারে খেলতে হলে নিজেদের বাকি সবগুলো ম্যাচে জিততে হবে। ফলে নিজেদের মাঠে দুর্দান্ত সূচনা করেছিলেন বিরাট কোহলি ও পার্থিব প্যাটেল। কিন্তু ব্যক্তিগত ১৩ রানে আউট হন অধিনায়ক ভিরাট কোহলি। এরপরে ২৪ বলে ৪৩ রান করে পার্থিবও ধরে সাজ ঘরের পথ। এরপর শুরু হয় এবি ডি ভিলিয়ার্সের ঝড়। ৪৪ বলে তিন চার ও সাত ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। ৩৪ বলে ৪৬* রান করে তাঁকে সঙ্গ দেন স্টয়নিস। দু’জনের অবিচ্ছিন্ন ১২১ রানের জুটিতে ৪ উইকেটে ২০২ রান করে বেঙ্গালুরু।

জবাবে লোকেশ রাহুল ৪২ আর নিকোলাস পুরান ৪৬ রান করেন। শেষমেশ সাত উইকেটে ১৮৫ রান করে থামে পাঞ্জাবের ইনিংস।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭