ওয়ার্ল্ড ইনসাইড

কংগ্রেসে ভোট দেওয়ায় নারীকে খাওয়ানো হলো এসিড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 25/04/2019


Thumbnail

ভারতে কংগ্রেসকে ভোট দেওয়ায় এক নারীকে এসিড খাইয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন। গত মঙ্গলবার মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আনসুরা বিবি নামের ওই নারী ভোট দিয়ে বাড়ি ফিরে সরল মনেই কংগ্রেসে ভোট দেওয়ার কথা জানিয়েছিলেন। এরপরই তার স্বামী তৃণমূল সমর্থক তাহাসেন শেখ পরিবারের অন্যরা আনসুরাকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে তারা আনসুরার মুখে এসিড ঢেলে দেয়।

বর্তমানে আশঙ্কজনক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আনসুরা। চিকিৎসকেরা জানিয়েছেন, তার শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, পরস্পরকে পছন্দ করেই বিয়ে করেছিলেন, আনসুরা আর তাহাসেন। দু’পরিবারের লোকজনই কংগ্রেসের সমর্থক ছিলেন। কিন্তু বছর দেড়েক আগে তৃণমূলের দিকে ঝুকে পড়ে তাহাসেনের পরিবার। এরপর থেকেই দু পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আনসুরার ভাই মইনুদ্দিন শেখ গ্রামের পরিচিত কংগ্রেস নেতা। অন্যদিকে আনসুরার দেবরের ছেলে সামসিয়ার রহমান গ্রামের পঞ্চায়েত সদস্য।

স্থানীয় কংগ্রেস বিধায়ক ফিরোজা বেগম বলছেন, ‘একজন মহিলাকে কেবল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য এমন নারকীয় অত্যাচার করাটা নিন্দনীয় কাজ। যত দ্রুত সম্ভব এর বিচার হওয়া দরকার। অন্যদিকে ওই এলাকার তৃণমূল সভাপতি আমিনুল হাসান বাপি বলেন, এটা নিতান্তই পারিবারিক ঘটনা। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার সময় বাথরুমে গিয়ে ওই মহিলা অ্যাসিড খেয়ে নেন। তাকে এখন রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।


বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭