ইনসাইড গ্রাউন্ড

‘বিশ্বকাপে সেরা অধিনায়ক মাশরাফি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

‘আমার মতে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তাঁর হাত ধরে বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে।’ – এভাবেই আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে অংশ নেওয়া দশ দলের অধিনায়কদের মধ্যে বাংলাদশের মাশরাফি বিন মর্তুজার প্রশংসা করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে অধিনায়কের দায়িত্ব নিয়ে বদলে দেন বাংলাদেশ দলকে। গত চার বছরে তাঁর নেতৃত্বে বিশ্বের কাছে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচয় পেয়েছে টাইগাররা। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ও এশিয়া কাপে ফাইনালে খেলেছে বাংলাদেশ। এ কারণে অন্যদের তুলনায় শোয়েবের কাছে এগিয়ে আছেন মাশরাফি।

পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার বলেন, ‘২০১৫ সাল থেকে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারিয়েছে। এছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটও অনেক ভালো। এটি বিশ্বকাপে তাদের জন্য হবে প্লাস পয়েন্ট’।

শোয়েব আক্তারের মতো মাশরাফির প্রশংসা করেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭