ইনসাইড গ্রাউন্ড

সৌরভের তালিকায় নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

বাঁজতে শুরু করেছে বিশ্বকাপের দামামা। স্কোয়াড ঘোষণা করেছে অংশ নেওয়া সবগুলো দেশ। চারিদিকে চলছে নানান বিশ্লেষণ। সাবেক তারকা ক্রিকেটার দিচ্ছেন ভবিষ্যৎবাণী। এবার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তাঁর ফেভারিটের তালিকায় ভারত-পাকিস্তান থাকলেও নেই বাংলাদেশ।

ভারতীয় গণমাধম্যকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সাবেক ওপেনার বলেন, ‘সেমির চারটি জায়গার জন্য আমি বেছে নেবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে। আর ভারত অবশ্যই শিরোপার অন্যতম দাবিদার।’

২০০৩ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান মতে রাউন্ড রবিন লিগে খেলা হওয়ায় এবারের বিশ্বকাপ বেশ জমজমাট হবে।

বাংলা ইনসাইডার/আরইউ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭