ওয়ার্ল্ড ইনসাইড

জুমার নামাজ মসজিদে পড়তে পারলেন না লঙ্কান মুসলিমরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 26/04/2019


Thumbnail

শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আজই ছিল প্রথম জুমাবার। আজ দেশটির বেশকিছু মসজিদে হামলায় নিহতদের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছিল। তবে মসজিদে গিয়ে এই দোয়ায় অংশ নিতে পারেননি বহু মুসল্লি। 

গতকাল বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে মুসল্লিদের মদজিদের বদলে বাসায় বসে জুমার নামাজ পড়তে আহবান জানানো হয়। জরুরি ভিত্তিতে এই বিবৃতি জারি করে শ্রীলঙ্কার মিনিস্টার অব পোস্টাল সার্ভিস এবং মুসলিম রিলিজিয়াস অ্যাফেয়ার্স। এই প্রেক্ষিতেই আজ জুমার নামাজ বাড়িতে পড়তে বাধ্য হন বহু মুসল্লি।

গতকালের বিবৃতিতে শুধুমাত্র মুসলিম ছাড়াও সব ধর্মের লোকদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান এবং প্রার্থনা বাড়িতেই আদায় করার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মুসলিম রিলিজিয়াস অ্যাফেয়ার্সের মোহাম্মদ হাসিম আবদুল হালিম বলেন, ক্যাথলিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং সন্ত্রাসীদের বর্বর কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমি আমার মুসলিম ভাইদের বলব আপনারা শুক্রবারের জুমার নামাজে বাইরে একত্রিত হবেন না। আমাদের মাতৃভূমির শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে আপনারা বাড়িতে নামাজ আদায় করুন।

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭